বিএনপি আন্দোলন করুক বা না করুক, সরকারকে বিদায় নিতেই হবে; এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেছেন, জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রীর সম্মানজনক বিদায় নেয়া উচিৎ।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নেতাকর্মীদের মুক্তির দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। বলেন, সরকার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করলে পতনের আন্দোলনের প্রয়োজন হয় না। সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য জাতিকে সহযোগিতা করার আহ্বান জানান গয়েশ্বর।
বিএনপির এ নেতা দাবি করেন, ৭ ডিসেম্বর নয়াপল্টনে যা ঘটেছে, তার সাথে ২৫ মার্চের অপারেশন সার্চলাইটের তুলনা চলে। সাময়িকভাবে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করা গেলেও তা চিরস্থায়ী নয় বলেও হুঁশিয়ারি দেন।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, দলের শীর্ষ নেতাদের গ্রেফতার করলেও বিএনপিতে নেতৃত্ব সংকট নেই। গ্রেফতার মামলা দিয়ে বিএনপিকে দমানো যাবে না।
/এমএন
Leave a reply