শর্ত সাপেক্ষে টুইটারের সিইও’র পদ ছাড়ার ঘোষণা ইলন মাস্কের

|

টুইটার প্রধানের পদ ছাড়ছেন ইলন মাস্ক।

অনলাইন জরিপের জন রায় মেনে, অবশেষে টুইটারের সিইও পদ ছাড়ার ঘোষণা দিলেন ইলন মাস্ক। সাথে অবশ্য জুড়ে দিয়েছেন শর্ত। টুইটারের সম্ভাব্য সিইও হিসেবে মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা জেসন ক্যালা-কানিস এবং ডেভিড অলিভার স্যাক্সের নাম শোনা যাচ্ছে। খবর বিবিসির।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) এক টুইটবার্তায় ইলন মাস্ক বলেন, যোগ্য কাউকে বিকল্প হিসেবে পেলেই কেবল ছাড়বেন প্রধান নির্বাহীর পদ। অবশ্য ওই টুইতেই টিপ্পনী কেটে মাস্ক বলেন, একমাত্র বোকারাই এ দায়িত্ব গ্রহণে রাজি হবে।

ইলন মাস্কের টুইটের স্ক্রিনশট।

অব্যাহতি ইস্যুতে চলতি সপ্তাহেই একটি অনলাইন জরিপের আয়োজন করেন, এ ধনকুবের। যাতে, ৫৮ শতাংশের মতো ব্যবহারকারী সিইও পদ থেকে ইলন মাস্কের পদত্যাগ দাবি করেন। সংখ্যায় যা এক কোটির বেশি।

গত অক্টোবরে, ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন ইলন মাস্ক। এরপরই, বিনা নোটিশে অর্ধেক কর্মী ছাটাই ও কাজের ক্ষেত্রে কঠোর বিধিমালা আরোপ করেন ইলন মাস্ক। গত সপ্তাহে, ছয় সংবাদকর্মীকে নিষিদ্ধ করার পর তিনি পড়েন জাতিসংঘ-ইইউ এর তোপের মুখে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply