রুশ গ্যাস পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩

|

ছবি: সংগৃহীত

রাশিয়ার সাইবেরিয়ার আরকুটস্ক অঞ্চলের একটি প্রধান গ্যাস পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। রাশিয়া থেকে সার্বিয়া এবং ইউক্রেন হয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করা হতো এ পাইপলাইন থেকে। খবর আনাদোলুর।

কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইনটিতে সংস্কারের কাজ চলছিলো। নিহত ৩ জনই শ্রমিক বলে জানানো হয়েছে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই সংস্কার কাজ চলছিলো লাইনটিতে। বড় এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। কেনো এ বিস্ফোরণ এ সম্পর্কে এখনও কিছু জানায়নি রুশ কর্তৃপক্ষ। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে।

এর আগে, কৃষ্ণসাগরে নর্ডস্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ হয়। ওই ঘটনার জন্য ইউক্রেন এবং পশ্চিমা শক্তিকে দায়ি করে আসছে মস্কো।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply