জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর করায় আর শান্তি আলোচনার সুযোগ নেই: রাশিয়া

|

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশে রওনা দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাতের কথা রয়েছে তার। এবার এ নিয়ে প্রতিক্রিয়া জানালো ক্রেমলিন। জানানো হয়, জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর করায় আর শান্তি আলোচনার সুযোগ নেই। খবর রয়টার্সের।

বুধবার (২১ ডিসেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফর ইতিবাচক কিছু বয়ে নিয়ে আসবে না। এখন রাশিয়া শান্তি আলোচনার আর কোনো সুযোগ দেখতে পাচ্ছে না।

পশ্চিমাদের ক্রমাগত অস্ত্র সরবরাহ সংঘাতকে আরও ঘনীভূত করবে বলেও হুঁশিয়ারি দেন ক্রেমলিন মুখপাত্র।

মস্কো ইউক্রেনে অভিযান শুরু করার পর এই প্রথম জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে গেলেন। সেখানে তার কংগ্রেশনাল নেতাদের সাথে দেখা করার কথা রয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply