জেলেনস্কি বর্ষসেরা ব্যক্তি: বাইডেন

|

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কিকে বর্ষসেরা ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (২১ ডিসেম্বর) মার্কিন প্রেসিডেন্টের ওভাল অফিসে রুদ্ধদ্বার দ্বিপাক্ষিক বৈঠক শুরু হওয়ার আগে সাংবাদিকদের উপস্থিতিতে তাকে বর্ষসেরা ব্যক্তি হিসেবে উল্লেখ করেন জো বাইডেন। খবর বিবিসির।

এ সময় ডিসেম্বর মাসে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে ইউক্রেন প্রেসিডেন্টের ছবির প্রসঙ্গও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে, জেলেনস্কি হোয়াইট হাউজে পৌঁছালে জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন তাকে স্বাগত জানান।

যুক্তরাষ্ট্র ইউক্রেনে ‘শান্তি’ ফিরিয়ে আনতে কাজ করছে উল্লেখ করে এ সময় জেলেনস্কিকে আশস্ত করে মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইউক্রেন যা করছে তা বিশ্বকে অনুপ্রাণিত করেছে। জবাবে জেলেনস্কি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ। ইউক্রেনকে সমর্থন দেয়ায় বাইডেনকে ধন্যবাদও জানান ইউক্রেন প্রেসিডেন্ট। আর জো বাইডেনকে ‘সাহসী প্রেসিডেন্ট’ বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে রুশ সামরিক অভিযান শুরুর পর এটিই জেলেনস্কির প্রথম বিদেশ সফর।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply