মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

|

ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ভারত দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। সিরিজ হার ও হোয়াইটওয়াশ এড়াতে আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান।

দুই পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। ব্যাটার ইয়াছির আলীর পরিবর্তে মুমিনুল হক এবং পেসার এবাদত আলীর পরিবর্তে দলে ভেড়ানো হয়েছে তাসকিন আহমেদকে।

অন্যদিকে ভারত দলে কুলদীপ যাদবের পরিবর্তে নেয়া হয়েছে জয়দেব উনাদকাটকে।

এর আগে চট্টগ্রামে প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরে যায় স্বাগতিক বাংলাদেশ। এতে সিরিজে ১-০ তে পিছিয়ে রয়েছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ।

ভারতীয় একাদশ:

লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, রিশভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply