গ্যাসের ব্যবহার কমানোর সিদ্ধান্ত ইইউ’র

|

চলমান সংকটের মুখে গ্যাসের ব্যবহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপজুড়ে তীব্র জ্বালানি সংকটের সমাধানের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিজনেস রেকর্ডার।

গ্যাসের ব্যবহার কমপক্ষে ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত এই ইউরোপীয় দেশগুলোর জোটের। বলা হয়, রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত গ্যাসের ব্যবহার সীমিত থাকবে। আগামী মার্চ থেকে নভেম্বরের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

ব্রাসেলসে অনু্ষ্ঠিত বৈঠকে বিকল্প জ্বালানি খোঁজার তাগিদও দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জার্মানিসহ ইইউর বেশ কয়েকটি দেশ এলএনজি স্টেশন নির্মাণসহ বিশ্বের নানা দেশ থেকে গ্যাস সরবরাহ নিশ্চিত করার বিষয়েও একমত হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply