ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা সফররত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে সফরসঙ্গীদের নিয়ে ধানমন্ডিতে যান রাজনাথ সিং। এসময় জাদুঘরের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত জাদুঘর ঘুরে দেখেন রাজনাথ সিং। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। এসময় ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন।
এরপর, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যান রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। তাকে স্বাগত জানায় মহানগর পূজা উদযাপন পরিষদ ও ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষ। সেখানে ২০ মিনিটের মতো অবস্থান করেন তিনি। অংশ নেন প্রার্থনায়। পূজা শেষে মন্দির ঘুরে দেখেন রাজনাথ। এসময়, মন্দিরে আসা পূণ্যার্থীদের সাথে কুশল বিনিময় করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply