টঙ্গীর রেলসেতুতে লাইনচ্যুত বগি সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার

|

স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:

টঙ্গীর রেলসেতুর উপর লাইনচ্যুত ট্রেনের বগিটি উদ্ধার করা হয়েছে। এর ফলে ঢাকা থেকে বের হওয়া আপ লাইনে ট্রেন চলাচল দীর্ঘ সময় বন্ধ ছিল। তবে ঢাকায় প্রবেশের ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। এ ঘটনায় কয়েকটি ট্রেন সিডিউল বিপর্যয়ে পড়ে বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার রাকিবুর রহমান।

এর আগে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় ঢাকা-চট্টগ্রাম-ময়মনসিংহ রেল সড়কের আপ লাইনে এ দুর্ঘটনা ঘটে। এর সাড়ে পাঁচ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে সাতটায় বগিটি উদ্ধার করা হয়। একই সাথে ট্রেন চলাচলও শুরু হয়।

স্টেশন মাস্টার বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন টঙ্গী রেলসেতু পার হওয়ার সময় পেছনের দিকের একটি বগির ছয়টি চাকা লাইনচ্যুত হয়। পরে সামনে থাকা ইঞ্জিন ও বগিগুলো টঙ্গী স্টেশনে নিয়ে রাখা হয়।

মূলত, মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর সাজোয়া যান, ট্যাঙ্কার, রকেট লাঞ্চার, নৌকা ও স্পিডবোটের ডামি প্রদর্শনীর জন্য চট্টগ্রাম থেকে আনা হয়েছিল। বৃহস্পতিবার সেগুলো ট্রেনযোগে চট্টগ্রামে ফিরিয়ে নেয়ার পথেই টঙ্গীর তুরাগ নদীর রেলসেতুতে বগি লাইনচ্যুত হয়।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply