জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম না পেয়ে উপনির্বাচনে স্বতন্ত্র লড়ার ঘোষণা দিলেন হিরো আলম। ক্ষুব্ধ হয়ে হিরো আলম জানিয়েছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হবেন।
আগামী ১ ফেব্রুয়ারি বিএনপির এমপিদের পদত্যাগে শূন্য সংসদের পাঁচটি আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে।
মনোনয়ন ফরম নিতে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বনানী যান হিরো আলম। কিন্তু জাপা থেকে তাকে জানানো হয়, তার কাছে ফরম বিক্রি করা হবে না।
জাপা সূত্র জানায়, দলীয় মনোনয়ন ফরম শুধুমাত্র দলের নেতাকর্মীদের কাছে বিক্রি করা হবে। এরপর যাচাইবাছাই করে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেয়া হবে। হিরো আলম জাপার কেউ নন। তাই তার কাছে ফরম বিক্রি করা হয়নি।
এদিকে হিরো আলম দাবি করছেন, তিনি ২০১৮ সালে জাপায় যোগ দিয়েছেন। একাদশ সংসদ নির্বাচনে জাপার মনোনয়ন ফরমও কিনেছিলেন তিনি। তবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের ভোটে। এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।
এটিএম/
Leave a reply