রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েগনার গ্রুপকে অস্ত্র দিয়েছে উত্তর কোরিয়া বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, গেলো মাসেই পিয়ংইয়ং থেকে অস্ত্রের বড় একটি চালান পেয়েছে গ্রুপটি। খবর রয়টার্স’র।
মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি জানান, মার্কিন গোয়েন্দারা নিশ্চিত করেছে এ তথ্য। ওয়াগনার গ্রুপের পাওয়া নতুন অস্ত্র যুদ্ধক্ষেত্রে তেমন পরিবর্তন আনবে না বলে মনে করছেন কিরবি। তবে তাদের আরও অস্ত্র দিতে পারে বলে উদ্বেগও জানিয়েছেন তিনি।
ইউক্রেনে রুশ বাহিনীর সাথে সমান তালে লড়ছে ওয়াগনার গ্রুপও। বিশেষ করে দোনবাস অঞ্চলে সক্রিয় তারা। যুক্তরাষ্ট্রের পর্যালোচনা, ইউক্রেনে ওয়াগনার গ্রুপের প্রায় ৫০ হাজার সেনা যুদ্ধ করছে। যার পেছনে মাসে ব্যয় হচ্ছে প্রায় ১শ’ মিলিয়ন ডলার।
/এনএএস
Leave a reply