Site icon Jamuna Television

এফ এ কাপের হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলকে হারালো ম্যানসিটি

ছবি: সংগৃহীত

এফ এ কাপের রাউন্ড অব সিক্সটিনের বাঁচা-মরার লড়াইয়ে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় অনুষ্ঠিত হয় ম্যাচটি।

এদিন, ম্যাচের মাত্র ১০ মিনিটেই আর্লিং হালান্ডের লিডে এগিয়ে যায় ম্যানসিটি। এরপর ১০ মিনিটের ব্যবধানে ফাবিও কারভালহোর গোলে সমতায় ফেরে লিভারপুল। বিরতির পর দ্বিতীয়ার্ধের মাত্র দুই মিনিটের মাথায় রিয়াদ মাহরেজের গোলে ২-১ এর লিড পায় ম্যানসিটি। এর মাত্র ১ মিনিটের ব্যবধানে ম্যাচের ৪৮ মিনিটেই মোহাম্মদ সালাহর গোলে আবারও সমতায় ফেরে লিভারপুল।

আর ৫৮ মিনিটে ৩-২ এর ব্যবধান গড়ে নাথান আকের গোলে। এরপর কয়েক দফা আক্রমণ হলেও আর সমতায় ফিরতে পারেনি লিভারপুল। তাই ৩-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে তারা।

/এনএএস

Exit mobile version