রোহিঙ্গাসহ মাদক, সন্ত্রাস ও সীমান্ত নিয়ে সৃষ্ট জটিলতা সংক্রান্ত সকল সমস্যা সমাধানে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছেন, আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা হবে।
রোববার দুপুরে সচিবালয়ে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের শীর্ষ বৈঠক শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ভারতের বিরুদ্ধে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় ব্যবহার করতে দেয়া হবে না। বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
দু’দেশের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রীর বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সহযোগিতা এবং ভ্রমণ সংক্রান্ত বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশের ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আর ৯ সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দুই দেশের ভিসা প্রক্রিয়া সহজ করতে দুই স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে সংশোধিত ‘ট্র্যাভেল এগ্রিমেন্ট-২০১৮’ শীর্ষক চুক্তি স্বাক্ষর হয়েছে।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply