আওয়ামী লীগ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে: কাদের

|

ফাইল ছবি

আওয়ামী লীগ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বঙ্গবন্ধু এভিনিউতে ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

তিনি বলেন, ২২তম জাতীয় সম্মেলনে কাউন্সিল অধিবেশন পরিচালনায় ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আওয়ামী লীগ নির্বাচন কমিশনের বিধি বিধান মেনে চলে। সংগঠনের গঠনতন্ত্র মেনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে একমাত্র আওয়ামী লীগই। আওয়ামী লীগের মতো আর কোনো দল গণতান্ত্রিক রীতিনীতি মেনে চলার দৃষ্টান্ত নেই।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জনগনের কাছে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছে আওয়ামী লীগ। এদেশে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা করে একমাত্র শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ বলেও মন্তব্য করেন তিনি।

দুই দফায় সাধারণ সম্পাদক হিসেবে নিজের দায়িত্ব নিয়ে ওবায়দুল কাদের বলেন, সাফল্যও আছে ভুলত্রুটিও আছে। তবে কোভিড পেন্ডামিকের জন্য সাংগঠনিক কার্যক্রমে কিছুটা স্থগিত ছিল। কিন্তু সেসময় অন্য সহকর্মীরা সহযোগীতা করেছেন সাংগঠনিক কাজ এগিয়ে নিয়ে গেছেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply