পশ্চিমাদের প্রতি পুতিনের হুঁশিয়ারি

|

ছবি: সংগৃহীত

রাশিয়া থেকে তেল ক্রয়ে পশ্চিমাদের দাম বেধে দেয়ার জবাবে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে রাশিয়া। আগামী সপ্তাহেই এ বিষয়ক ডিক্রি জারি করবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর ডেইলি মেইল’র।

পুতিন বলেন, সোম অথবা মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সই করবেন ডিক্রিতে। তবে কী ধরনের ব্যবস্থা নেবেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।

গেলো ৫ ডিসেম্বর রাশিয়ার তেলের দাম ব্যারেল প্রতি ৬০ ডলার নির্ধারণ করে দেয় জি সেভেন, ইউরোপীয় ইউনিয়ন ও অস্ট্রেলিয়া। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় মস্কো।

নর্ডস্ট্রিম পাইপলাইনে বিস্ফোরণ প্রসঙ্গেও কথা বলেন পুতিন। এ ঘটনার পেছনে তিনি আবারও দায়ী করেন পশ্চিমাদের। এই ঘটনাকে তিনি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, যারা ইউক্রেনের মধ্য দিয়ে গ্যাস সরবরাহ চান তারাই এ হামলার মাধ্যমে উপকৃত হতে চেয়েছিল।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply