আওয়ামী লীগের কাউন্সিল থাকায় গণমিছিলের তারিখ পরিবর্তন করেছে বিএনপি: প্রিন্স

|

ফাইল ছবি

আওয়ামী লীগের কাউন্সিল থাকায় গণমিছিলের তারিখ পরিবর্তন করেছে বিএনপি। তারপরও কর্মসূচি ঠেকাতে ষড়যন্ত্র করছে সরকার। এমন অভিযোগ করেছেন, দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

শুক্রবার (২৩ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

প্রিন্স বলেন, বিএনপি রাষ্ট্র মেরামতের রূপরেখা ও ১০ দফা দাবির প্রস্তাব দেয়ার পর আওয়ামী লীগ নেতারা পাগলের প্রলাপ বকছে। বিএনপি সরকার হটানোর চক্রান্ত করছে, সম্প্রতি প্রধানমন্ত্রীর দেয়া এমন বক্তব্যকে হাস্যকর বলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

তিনি দাবি করেন, শান্তিপূর্ণ আন্দোলন কখনো চক্রান্ত হতে পারে না। বিএনপি চায় গণতন্ত্র আসুক, মানুষ ভোটের অধিকার ফিরে পাক। দলের নেতাদের কারাগার চিকিৎসা দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন এমরান সালেহ প্রিন্স।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply