প্রবাসী মিশনগুলোর কাজ শ্রমিকদের স্বার্থ দেখা। কিন্তু দুঃখজনক হলো, শ্রমিকরা সেখানে ঢুকতেই পারেন না। এমনকি তাদের সাথে ভালো আচরণও করে না কর্মকর্তারা। এমন মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
শুক্রবার (২৩ ডিসেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। এ সময় আগামী বছরের সেপ্টেম্বর থেকে সার্বজনীন পেনশন ব্যবস্থা চালুর কথাও জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু সেই প্রবাসীরা কোথাও গিয়ে সম্মান পায় না। তাদের সাথে আমলারা ভালো আচরণ করে না।
আগামী বছরের সেপ্টেম্বর মাস থেকে সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, সকল নাগরিকদের জন্য এই পেনশন ব্যবস্থা চালু থাকবে। প্রথম দিকে হয়তো একটু ভুল হবে, কিন্তু এ নিয়ে কোনো চিন্তা নেই। আমাদেরকে আগে শুরু করতে হবে।
এসজেড/
Leave a reply