Site icon Jamuna Television

পাংশায় ক্ষেত থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর পাংশায় কৃষি জমি থেকে রাব্বি (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাব্বি মৌরাট ইউনিয়নের মহিষভাঙ্গা গ্রামের আক্তার হোসেনের ছেলে। সে পার্শ্ববর্তী আখরজানি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তার মরদেহটি উদ্ধার ক‌রা হয়। নিহতের পরিবারের সদস্যরা জানায়, গতকাল রাত ৮টার দিকে খাবার খেয়ে বাড়ির বাইরে যায় রাব্বি। পরে তার দুই বন্ধু তরুণ ও রানা মাহফিল শোনার জন্য ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। সকালে স্থানীয়রা বাড়ির অদূরে তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়।

নিহতের পরিবারের সদস্যরা দাবি করে বলেন, রা‌ব্বি সুস্থ স্বাভাবিক অবস্থায় বাড়ি থেকে বের হ‌য়েছি‌ল। তাকে হত্যা করা হ‌য়ে‌ছে।

এ বিষয়ে পাংশা থানার ওসি মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএআর/

Exit mobile version