যুক্তরাষ্ট্র সফরকে ইউক্রেনের জন্য সবচেয়ে বড় সফলতা হিসেবে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এই সফরের মাধ্যমে সামরিক এবং অর্থনৈতিকভাবে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে কিয়েভ, এমন মন্তব্য করেন তিনি। খবর সিএনএন এর।
ঐতিহাসিক যুক্তরাষ্ট্র সফর শেষে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) কিয়েভের উদ্দেশে রওনা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। এসময় গণমাধ্যমকর্মীদের কাছে দেয়া বার্তায় তুলে ধরেন সফরের বিস্তারিত। সফরকে সফল আখ্যা দিয়ে বলেন, যে সামরিক সহায়তা পাওয়া গেছে তা যুদ্ধে বড় ব্যবধান গড়ে দেবে।
জেলেনস্কি বলেন, সামরিক এবং অর্থনৈতিক দুই ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র সফর সফল হয়েছে। প্যাট্রিয়টের মতো মিসাইল সিস্টেম থাকার অর্থই হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি আমরা অন্যান্য সমরাস্ত্র পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেছি।
তিনি বলেন, আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অর্থনৈতিক সহায়তার বিষয়টি। যুক্তরাষ্ট্র এবং মিত্রদেশগুলো আমাদের সব ধরণের আর্থিক সহায়তার বিষয়েও আশ্বাস দিয়েছে।
এসজেড/
Leave a reply