Site icon Jamuna Television

গোপনাঙ্গে আঘাত করে ভাসুরকে হত্যা, অভিযুক্ত নারী আটক

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় পারিবারিক দ্বন্দ্বের জেরে রিপন হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে পুরুষাঙ্গে আঘাত করে হত্যার অভিযোগ ওঠেছে তার ছোটভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে। নিহত রিপন হোসেন ওই এলাকার মোবারক হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত নারীকে আটক করেছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলার আদর্শ সদর উপজেলার কালির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বাড়ির সামনে রিপনের একটি মুদি দোকান রয়েছে। জমির মাটি কাটা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে ওই নারী রিপনের ঘাড়ে ও পুরুষাঙ্গে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর ওই নারীকে আটক করা হয়েছে। তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এএআর/

Exit mobile version