যুক্তরাষ্ট্রের সিনেটে বাজেট পাস, প্রতিরক্ষায় বরাদ্দ ৮৫৮ বিলিয়ন ডলার

|

প্রতিরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি ব্যয় নির্বাহে ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের বিল পাস করলো যুক্তরাষ্ট্রের সিনেট। ইউক্রেনকে আরও ৪৫ বিলিয়ন ডলার সহায়তার বিষয় উল্লেখ করা হয় বিলে। খবর বিবিসির।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে ৬৮-২৯ ভোটে পাস হয় বিলটি। ৪ হাজার ১৫৫ পৃষ্ঠার বাজেটে অভ্যন্তরীণ ব্যয়ে ধরা হয়েছে ৭৭২ বিলিয়ন ডলার। যেখানে প্রতিরক্ষা ব্যয় রাখা হয়েছে ৮৫৮ বিলিয়ন ডলার। ইউক্রেনকে মানবিক ও সামরিক সহায়তা করা হবে এই প্যাকেজের আওতায়।

শুক্রবার বিলের ওপর ভোটাভুটি হবে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে। হাউজের অনুমোদন পেলে তা পাঠানো হবে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য। পাস হলে পরবর্তী অর্থবছর অর্থাৎ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ব্যয়ের তহবিল হিসেবে কাজ করবে এই প্যাকেজ। তবে রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউসে বিলটি পাস নিয়ে অনিশ্চয়তাও আছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply