আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৪ ডিসেম্বর) শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন তিনি।
শনিবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে কাউন্সিলর, ডেলিগেট, সম্মানিত অতিথি ও নেতা–কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল নিয়ে আসতে শুরু করেন।
দলের নীতি নির্ধারক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটিতে খুব বেশি পরিবর্তন না হলেও থাকবে চমক। সাধারণ সম্পাদকসহ দলের গুরুত্বপূর্ণ পদে কারা আসছেন তার জন্য নেতাকর্মীদের অপেক্ষা করতে হবে শনিবার বিকেলের কাউন্সিল অধিবেশন পর্যন্ত।
সম্মেলন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পদ্মা সেতুর ওপরে নৌকার আদলে তৈরি ৮০ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের মঞ্চ তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। মূল মঞ্চের উচ্চতা ৭ ফুট। মূল মঞ্চে চার লেয়ারে সাজানো হয়েছে চেয়ার। প্রথমে দলের সভাপতি শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বসবেন। দ্বিতীয়টিতে উপদেষ্টা পরিষদের সদস্য, সিনিয়র নেতা ও সভাপতিমন্ডলীর সদস্য, বাকি দু’টিতে কেন্দ্রীয় নেতারা। মোট চেয়ার রাখা হয়েছে ১২০টি।
এদিন বিকেলে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন। সেখানে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। দলের নেতৃত্ব নির্বাচনের জন্য গঠন করা হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন।
/এনএএস
Leave a reply