জাকিরের পর লিটনের ফিফটি, শতরানের লিড বাংলাদেশের

|

বাংলাদেশি ব্যাটার জাকির হাসান ও লিটন দাস। ছবি : সংগৃহীত

মিরপুর টেস্টের তৃতীয় দিনেও মলিন বাংলাদেশি ব্যাটারদের পারফরম্যান্স। যদিও কিছুটা ব্যতিক্রম ছিলেন ওপেনার জাকির হাসান এবং ছয় নম্বরে নামা লিটন দাস। দু’জনেই তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। ৫১ রান করে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জাকির হাসান আউট হলেও বাংলাদেশের স্কোরবোর্ডে এখনো রান যোগ করে চলেছেন ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেয়া লিটন। তাদের ব্যাটে ভর করে শতরানের লিড পেয়েছে স্বাগতিক বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬০ ওভারে ৭ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৯৫ রান। এতে লিড দাঁড়িয়েছে ১০৮ রানে। ৭৮ বলে ৫৮ রানে অপরাজিত রয়েছেন লিটন দাস। তার সাথে রয়েছেন ১৮ বলে ১৫ করা তাসকিন আহমেদ।

এর আগে, দলীয় ১৩ রানের মাথায় রবিচন্দন অশ্বিনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। করেন মাত্র ৬ রান। তিন নম্বরে নামা মুমিনুল হক প্রথম ইনিংসে  ৮৪ করলেও আজ ৫ রানের বেশি করতে পারেননি। মোহাম্মদ সিরাজের বলে পান্তের তালুবন্দি হন তিনি। পরে সাকিব এসে কিছুটা আশা দেখালেও ব্যক্তিগত ১৩ রানে উনাদকাটের বলে সহজ ক্যাচ তুলে দেন শুভমন গিলের হাতে। সাকিবের পর লিটল মাস্টার মুশফিকুর রহিমও হতাশ করেন। ৯ রান করে অক্ষর প্যাটেলের এক ডেলিভারিতে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফিরে যান সাজঘরে। এরপর অক্ষরের বলে লেগ বিফোরের শিকার হন মেহেদী মিরাজও। তিনি আজ খুলতেই পারেননি রানের খাতা। পরে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান এসে যোগ করেন ৩১ রান। তিনিও অক্ষর প্যাটেলের বলে পান্তকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল। এছাড়া, উমেশ যাদব, রবিচন্দন অশ্বিন, মোহাম্মদ সিরাজ ও উনাদকাট যাদব প্রত্যেকেই পেয়েছেন একটি করে উইকেট।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply