ইউক্রেনে অভিযানের পরিধি বাড়াতে সামরিক বাহিনীর জন্য আরও সমরাস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে চলা অভিযানকে প্রথমবারের মতো যুদ্ধ আখ্যা দিয়ে পুতিন জানান, লক্ষ্য পূরণের জন্য সামরিক বাহিনীকে সব ধরনের সহায়তা করা হবে। খবর সিএনএন এর।
মূলত, ইউক্রেনকে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের পর থেকেই নিজের সামরিক সক্ষমতা বাড়াতে তোড়জোর চলছে রাশিয়ায়। কিয়েভের জন্য মার্কিন সিনেটে বিশেষ সামরিক বাজেট পাস হওয়ার পর সমরাস্ত্র সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর থেকেই একে বিশেষ সামরিক অভিযান আখ্যা দিয়ে আসলেও এবার একে সরাসরি যুদ্ধ আখ্যা দেন পুতিন।
পুতিন বলেন, আমাদের প্রতিরক্ষা শিল্পের মূল লক্ষ্যই হলো যুদ্ধে লড়াইরত প্রতিটি ইউনিটকে প্রয়োজনীয় সব সমরাস্ত্র এবং সরঞ্জাম সরবরাহ করা। স্বল্প সময়ের মধ্যে সর্বোচ্চ সহায়তা করাই আমাদের লক্ষ্য। এর পাশাপাশি প্রতিটি যুদ্ধাস্ত্রের আধুনিকায়ন এবং সময়োপযোগী করতেও প্রচেষ্টা চালানো হচ্ছে।
এসজেড/
Leave a reply