বরখাস্ত হতে যাচ্ছেন আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। এমনই খবর দিচ্ছে দেশটির গণমাধ্যম। তারা বলেছ, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন নাকি সোমবার তার সাথে বসে কাগজপত্রের কাজ শেষ করবে। এ সময় সাম্পাওলির বকেয়া টাকা পরিশোধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে তারা। তবে এখনো এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।
বেশ কিছু দিন ধরেই সাম্পাওলির থাকা না থাকা নিয়ে জোর গুঞ্জন শোনা যাচ্ছিল আন্তর্জাতিক গণমাধ্যমে। বিশ্বকাপে ব্যর্থতা আর খেলোয়াড়দের সাথে বনিবনা না হওয়ায় তাকে দায়িত্ব দেয়া হতে পারে অনূর্ধ্ব ২০ দলের কোচ হিসেবে। কিন্তু এই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন সাম্পাওলি। এইদিকে তাকে বহিষ্কার করলে ১৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে।
গতবছর ফুটবল বিশ্বকাপকে সামনে রেখেই মেসি-হিগুয়াইনদের কোচ করা হয়েছিল চিলির সাবেক কোচ সাম্পাওলিকে। তার অধীনে ১৫টি ম্যাচ খেলে আর্জেন্টিনা। এর মধ্যে ৭টিতে জয়, ৪ ম্যাচ ড্র ও ৪টিতে পরাজিত হয় আর্জেন্টিনা।
Leave a reply