পিসিবি’র প্রধান নির্বাচক হলেন শহিদ আফ্রিদি

|

ইসপিএন ক্রিনইনফো থেকে সংগৃহীত ছবি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হিসেবে নিযুক্ত হয়েছেন দেশটির সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি। এছাড়াও নির্বাচক প্যানেলে আছেন আব্দুর রাজ্জাক এবং ইফতেখার আনজুম।

প্রধান নির্বাচক হিসেবে আফ্রিদিই সেরা এবং আধুনিক ক্রিকেটের চাহিদা ও চ্যালেঞ্জগুলো বুঝতে সক্ষম হবেন- বলে মনে করেন পিসিবি প্রধান নাজাম শেঠি।

এর আগে, পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে রমিজ রাজাকে। এরপর অন্তর্বর্তীকালীন প্রধানের দায়িত্ব পেয়েছেন নাজাম শেঠি। পুরোনো নির্বাচক প্যানেল ভেঙ্গে তৈরি করা হয় অন্তর্বর্তীকালীন এ নতুন প্যানেল।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply