ফলাফল নির্ধারিত থাকায় রসিক নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ নেই: সুজন সম্পাদক

|

ফলাফল আগে থেকে নির্ধারিত হওয়ায় রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আগ্রহ নেই, এমন মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

রংপুর সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তথ্য নিয়ে শনিবার (২৪ ডিসেম্বর) সুজন আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রংপুর সিটি করপোরেশনের ভোট। এতে মেয়র পদে ৯ জনসহ ২৫৫জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

প্রার্থীদের আয়-ব্যয় ও শিক্ষাগত যোগ্যতা পর্যালোচনা করে সুজন জানিয়েছে, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের চেয়ে জাসদের প্রার্থী শফিয়ার রহমানের সম্পদ সবচেয়ে বেশি। তবে মেয়র প্রার্থীদের কারও বিরুদ্ধে মামলা নেই। যদিও একজন মেয়র প্রার্থীর শিক্ষাগত এসএসসির নিচে।

এই নির্বাচনে কিছু ভোটকেন্দ্রে ইভিএম ব্যবহারের বিরোধিতা করেছেন বদিউল আলম মজুমদার। বলেন, এতে জালিয়াতির সুযোগ রয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply