সম্মেলনে যাওয়ার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় আ.লীগ নেতার মৃত্যু, আহত ৪

|

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় বজলুর রহমান নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি মাদারীপুরের শিবচরের ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।

শনিবার (২৪ ডিসেম্বর) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘটে এ ঘটনা। এ ঘটনায় আহত হন আরও ৪ জন। আহতরা সবাই আওয়ামী লীগ নেতাকর্মী।

জানা গেছে, রাজধানীতে আওয়ামী লীগের দলীয় সম্মেলনে যোগ দিতে শনিবার সকালে শিবচর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা কয়েকটি বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন। একটি প্রাইভেটকারে ছিলেন ৫ জন নেতাকর্মী।

ঢাকায় যাওয়ার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেস মহাসড়কের টোলপ্লাজায় টোল দেয়ার জন্য দাঁড়িয়েছিল আওয়ামী লীগের নেতাদের বহনকারী প্রাইভেটকারটি। এ সময় পেছন থেকে তাজ আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে গাড়িটি সেখানেই দুমড়ে মুচড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা শিবচরের ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান (৪২), যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন (৪৩), বিপ্লব পাল (৩৪), আকাশ মালোসহ (৩৬) ৫ জন নেতাকর্মী আহত হন।

পরে ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় বজলুর রহমানের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা থেকে নিহত আওয়ামী লীগ নেতা বজলুর রহমানের মরদেহ এখনো বাড়িতে এসে পৌঁছায়নি বলে জানান শিবচরের ভদ্রাসন ইউপি চেয়ারম্যান আ. রহিম বেপারী।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply