স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে ডাকাতি শেষে ফেরার পথে দেশীয় অস্ত্রসহ ১৩ ডাকাত সদস্যকে আটক করেছে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি।
শনিবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার এখলাছপুর খাল এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি পাইপগান, ৪ রাউন্ড কার্তুজ, রামদা কিরিস, ছুরি, লোহার রড, ২৬টি অ্যানড্রয়েড মোবাইল, ৩৩টি বাটন মোবাইলসহ নগদ ২১ হাজার উদ্ধার করা হয়।
মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, শনিবার রাতে ডাকাতি শেষে ডাকাতের একটি দল ফিরবে এমন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের একটি দল ডাকাতদলের গতিরোধ করে। এসময় ডাকাত দলের সদস্যরা পুলিশের ওপর গুলি চালায়। তখন পুলিশও পাল্টা গুলি করে। এতে ডাকাত দলের সদস্য সালাউদ্দিন (২৮) গুলিবিদ্ধ হয়। পরে ডাকাত দলের অন্যান্য সদস্যদের আটক করে পুলিশ। গুলিবিদ্ধ সালাউদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এটিএম/
Leave a reply