আফগানিস্তানে এবার নারীদের এনজিওতে কর্মসংস্থানে নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান। শনিবার (২৪ ডিসেম্বর) দেশটির অর্থমন্ত্রণালয়ের এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। খবর রয়টার্সের।
নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নারীরা কাজে যেতে পারবেন না। কারণ হিসেবে পোশাককে দায়ী করা হয়েছে। বলা হচ্ছে, পোশাক আইন ঠিকঠাক মানছে না এনজিওতে কর্মরত নারীরা।
তবে এই নির্দেশনা জাতিসংঘের সংস্থাগুলোর জন্যও প্রযোজ্য হবে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে নারীদের উচ্চ শিক্ষা নিষিদ্ধ করে তালেবান সরকার। প্রশাসন জানায়, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বহাল থাকবে এ নির্দেশনা।
এটিএম/
Leave a reply