খেরসনে রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০

|

ছবি : সংগৃহীত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক মানুষ। এদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর রয়টার্সের।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে রুশ বাহিনী এ হামলায় চালায় বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির কর্মকর্তারা জানান, রাশিয়া হামলা চালিয়ে খেরসন শহরের আবাসিক ও প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি টুইট বার্তায় অভিযোগ করেন, রাশিয়া ইচ্ছে করে বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে ‘যুদ্ধাপরাধ’ করেছে। যেখানে হামলা হয়েছে ওই এলাকায় কোনো সামরিক স্থাপনা নেই।

এদিকে খেরসনে হামলার কথা অস্বীকার করেছে মস্কো। তাদের দাবি- এ হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এছাড়া, রাশিয়া প্রথম থেকেই দাবি করে আসছে যে, তারা ইউক্রেনের বেসামরিক স্থাপনায় অভিযান চালাচ্ছে না। সামরিক স্থাপনাকে লক্ষ্য করেই তাদের অভিযান চলছে।

প্রসঙ্গত, ইউক্রেনে হামলা শুরুর পর প্রথমে খেরসন দখল করে রাশিয়া। তুমুল লড়াইয়ের পর গত মাসে অঞ্চলটিকে মুক্ত করে নিতে সক্ষম হয় কিয়েভ।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply