মিরপুর টেস্টে মিরাজ-সাকিবের ঘূর্ণিতে রীতিমত ধুঁকছে ভারত। সিরিজ জয় নিশ্চিত করতে ১৪৫ রানের টার্গেটে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে এখন লোকেশ রাহুলের দল। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৭৪ রান। চতুর্থ দিনের প্রথম ঘণ্টার মধ্যেই ভারতের ৩ উইকেট তুলে নিয়ে মিরপুরে এখন ফেভারিট সাকিব বাহিনী।
দিনের শুরুতে লেগ বিফোরের ফাঁদে ফেলে নাইট ওয়াচম্যান জয়দেভ উনাদকাটকে ফিরিয়েছেন সাকিব আল হাসান। ৭১ রানের মাথায় অপর ব্যাটার রিশাভ পান্তকে একইভাবে তুলে নেন মেহেদী হাসান মিরাজ। ভারতের ইনিংসের এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক আক্সার প্যাটেলকেও বোল্ড করেন মিরাজ। ডানহাতি এই অলরাউন্ডার নিয়েছেন ৫ উইকেট। অপর দুইটি উইকেট সাকিব আল হাসানের।
এর আগে, তৃতীয় দিনের শুরুতেই দলীয় ১৩ রানে রবিচন্দ্রন অশ্বিনের শিকার হয়ে হতাশ করেন শান্ত। মুমিনুল হকও মাঠ ছাড়েন সিরাজের বলে। বেশিক্ষণ থিতু হতে পারেননি সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমও। প্রথম টেস্টে শতকের দেখা পাওয়া জাকির হাসান পান ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি। তবে ব্যক্তিগত ৫১ রানের মাথায় উমেশ যাদবের বলে আউট হন জাকির।
ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে একপাশ আগলে রেখে ক্যারিয়ারের ১৫তম অর্ধশতক তুলে নেন লিটন দাস। সিরাজের বলে বোল্ড হওয়ার আগে করেন ৭৩ রান। তাইজুল ও খালেদ দ্রুত ফিরলে ২৩১ রানে শেষ হয় বাংলাদেশের ২য় ইনিংস।
লোকেশ রাহুলকে ফিরিয়ে ২য় ইনিংসে ব্যাটিংয়ে নামা ভারতকে শুরুতেই ধাক্কা দেন সাকিব। এরপর মেহেদী মিরাজের জোড়া আঘাতের শিকার হন চেতেশ্বর পুজারা ও শুভমান গিল। দলীয় ৩৭ রানের মাথায় মিরাজ ফেরান ভিরাট কোহলিকেও। এর আগে সাকিব-তাইজুলের স্পিন জাদুতে ১ম ইনিংসে ৩১৪ রানে অলআউট হয় ভারত। দু’জনেই তোলেন ৪টি করে উইকেট। আর বাংলাদেশের প্রথম ইনিংস থামে ২২৭ রানে।
/এম ই
Leave a reply