জওয়াহিরির নতুন ভিডিও প্রকাশ করলো আল- কায়েদা, বাড়ছে রহস্য

|

আয়মান আল জওয়াহিরির মৃত্যু নিয়ে শুরু থেকেই রহস্য তৈরি করে আসছে আল-কায়েদা। মার্কিন ড্রোন হামলার পর জওয়াহিরিকে যুক্তরাষ্ট্র মৃত ঘোষণা করলেও বিভিন্ন সময় এই নেতার বক্তব্যসহ ভিডিও প্রকাশ করেছে নিষিদ্ধ সংগঠনটি। এবারও ফের নতুন একটি ভিডিও প্রকাশ করেছে আল-কায়েদা। আর এ নিয়ে আরও একবার দানা বেধে উঠছে রহস্য। আরও একবার প্রশ্ন উঠেছে, জওয়াহিরি কি তাহলে বেঁচে আছেন? খবর এনডিটিভির।

শুক্রবার (২৩ ডিসেম্বর) ৩৫ মিনিটের একটি রেকর্ডেড ভিডিও প্রকাশ করে আল-কায়েদা। তাদের দাবি, যে ব্যক্তিকে ভিডিওটিতে কথা বলতে দেখা যাচ্ছে, তিনিই জওয়াহিরি। অবশ্য ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

চলতি বছরের আগস্টে ড্রোন হামলায় আল-কায়েদার শীর্ষ এ নেতার মৃত্যু হয়েছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র। কিন্তু দলটির তরফ থেকে জওয়াহিরির মৃত্যু নিয়ে কখনওই স্পষ্ট করে কিছু বলা হয়নি। এমনকি জওয়াহিরির স্থানে অন্য কোনো নেতার নামও ঘোষণা করেনি এই চরমপন্থী সংগঠন।

এর আগে যুক্তরাষ্ট্রের হামলার তথ্য প্রকাশ করার পর হামলার ওই স্থানে হাজির হয় একাধিক গণমাধ্যম। তবে সেখানে বিস্ফোরণের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলে জানায় সংবাদমাধ্যমগুলো। আফগানিস্তানের বর্তমান ক্ষমতাসীন তালেবানও ক্ষমতায় ফেরার পর জানিয়ে দেয়, জওয়াহিরির মৃত্যু সংক্রান্ত কোনো তথ্য তাদের হাতে নেই। এমনকি তিনি আফগানিস্তানে গাঢাকা দিয়েছিলেন, সেটিরও কোনো প্রমাণ নেই তাদের কাছে।

এরপর বিষয়টি নিয়ে জল ঘোলা হতে থাকলে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, জওয়াহিরির মৃত্যু সংক্রান্ত কোনো ডিএনএ প্রমাণ তাদের কাছে নেই। বিশ্বস্ত সূত্রের বরাতেই তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিল।

এদিকে, জওয়াহিরির উত্তরসূরি এখনো ঘোষণা না করা হলেও সাইফ আল-আদিল নামের এক মিশরীয় ব্যক্তির নাম উঠে আসছে বারবার। তার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য নেই গোয়েন্দা সংস্থার হাতে। তবে ধারণা করা হচ্ছে, জওয়াহিরির স্থলাভিষিক্ত হতে পারেন তিনিই।

সাইফ আল-আদিল মিশরের স্পেশাল ফোর্সের একজন দক্ষ কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে। তিনি এখন আল-কায়েদার শীর্ষ নেতাদের মধ্যে অন্যতম। তাকে গ্রেফতারের জন্য যেকোনো তথ্য সরবরাহকারীর জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply