স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:
পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন ১ হাজার ৩২০ মেগাওয়াট দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত এক চীনা নাগরিকের মৃত্যু হয়েছে। নিহত ওই চীনা নাগরিকের নাম ঝো-জুপিং (৫২)।
রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে ঘটে এ ঘটনা। তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা জানান, সকালে ঝো-জুপিংকে কর্মীরা অচেতন অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ নিয়ে কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, কী কারণে তিনি মারা গেছেন এ ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।
প্রসঙ্গত, কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে ১ হাজার ৩২০ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়েক কিলোমিটার দূরে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং নরিনকো পাওয়ার লিমিটেড (আরএনপিএল) নামে আরেকটি ১ হাজার ৩২০ তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চলছে। সেখানেই ঘটে এ ঘটনা।
এসজেড/
Leave a reply