আফগানিস্তানে নারী কর্মীদের ওপর নিষেধাজ্ঞার জেরে ৩ এনজিওর কার্যক্রম বন্ধ ঘোষণা

|

আফগানিস্তানে নারীদের এনজিওতে কর্মসংস্থানে নিষেধাজ্ঞার জেরে ৩ এনজিও তাদের কার্যক্রম দেশটি থেকে গুটিয়ে নেয়ার কথা জানিয়েছে। খবর এএফপির।

রোববার (২৫ ডিসেম্বর) আসে এ ঘোষণা। এনজিওগুলো হলো, সেভ দ্য চিলড্রেন, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল এবং কেয়ার।

যৌথ বিবৃতিতে ৩ এনজিও জানায়, নারী কর্মীদের ছাড়া শিশু কিংবা পুরুষদের কাছে সঠিকভাবে পৌঁছানো সম্ভব হবে না বিধায় তারা তাদের কার্মক্রম দেশটি থেকে গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে নারী-পুরুষের জন্য সমান কর্মক্ষেত্র সৃষ্টির জন্য দাবি জানাচ্ছে তারা।

এর আগে শনিবার আফগানিস্তানের অর্থমন্ত্রণালয়ের দেয়া এক চিঠিতে নারীরা এনজিওতে কাজ করতে পারবে না বলে নির্দেশনা দেয়া হয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply