ঐতিহাসিক রাশিয়াকে সংযুক্ত করতেই ইউক্রেনে অভিযান: পুতিন

|

ছবি: সংগৃহীত

‘ঐতিহাসিক রাশিয়া’- কে পুনরায় সংযুক্ত করতেই ইউক্রেনে চালানো হচ্ছে সামরিক অভিযান। রোববার (২৫ ডিসেম্বর) রোসিয়া-ওয়ান টেলিভিশনে সম্প্রচারিত বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেন, রুশ ও ইউক্রেনীয় একই জাতিসত্ত্বার। তাদের আলাদা করার পেছনে ভূরাজনৈতিক শক্তিগুলো হস্তক্ষেপ করছে। বলেন, বিভক্তির মাধ্যমে অঞ্চল দখল এবং শাসনের প্রবণতা এখনো রয়েছে পশ্চিমাদের।

প্রেসিডেন্ট পুতিন বলেন, রুশ ভাষাভাষীদের ঐক্যবদ্ধ করতেই তিনি ১০ মাস ধরে চালাচ্ছেন সামরিক অভিযান। একইসাথে সমঝোতা আলোচনার উদ্যোগ নেয়া পক্ষগুলোর সাথে মুখোমুখি বসতে রাজি রাশিয়া। কিন্তু বরাবরই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করছে ইউক্রেন ও দেশটির মিত্ররা।

২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

সূত্র: রয়টার্স
এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply