আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে নারী নিষিদ্ধের প্রতিবাদে পুরুষ শিক্ষার্থীদের ক্লাস বর্জন

|

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের নিষিদ্ধের প্রতিবাদে ক্লাস বর্জন করেছে কাবুল বিশ্ববিদ্যালয়ের বহু পুরুষ শিক্ষার্থী। এছাড়া তালেবানের নারীদের ওপর এমন নিষেধাজ্ঞার নিন্দাও জানিয়েছে তারা। খবর এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের।

পুরুষ শিক্ষার্থীদের দাবি, নারী শিক্ষার্থীদের ওপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নেয়া না পর্যন্ত তারা ক্লাসে ফিরে যাবেন না।

এ বিষয়ে মোজাম্মেল নামের এক শিক্ষার্থী বলেন, যতক্ষণ নারী শিক্ষার্থীদের ওপর দেয়া নিষেধাজ্ঞা তুলে নেয়া না হবে, আমরা ক্লাস বর্জন অব্যাহত রাখবো। এমনকি আমরাও লেখাপড়া করবো না।

নাওয়িদুল্লাহ নামের আরেক শিক্ষার্থী বলেন, যেহেতু আমাদের বোনদের জন্য বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ, সেহতু আমরাও যাবো না।

এদিকে কাবুল বিশ্ববিদ্যালয়ের অসংখ্য প্রভাষকও তালেবানকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে। চিঠিতে তারা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছে।

চলতি মাসের শুরুতে আফগানিস্তানের শিক্ষামন্ত্রণালয় নারী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা নিষিদ্ধ করে। এ নিয়ে সেদেশে এবং আন্তর্জাতিক মহলে ওঠে নিন্দার ঝড়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply