রাশিয়ার বিমানঘাঁটিতে ড্রোন হামলা, নিহত ৩

|

রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৬ ডিসেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলের অ্যাঙ্গেলস বিমানঘাঁটিতে এই হামলা চালানো হয়। খবর বিবিসির।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী সোমবার স্থানীয় সময় বেলা ১টা ৩৫ মিনিটের দিকে কম উচ্চতা দিয়ে উড়ে যাওয়া একটি ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে রাশিয়ার নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হন। যদিও কিয়েভ বলছে, ড্রোন থেকে ছোড়া বোমার আঘাতে তাদের মৃত্যু হয়েছে।

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের পোস্ট করা ভিডিওতে বিস্ফোরণের শব্দ এবং বিমান হামলাজনিত সতর্কসংকেত শোনা গেছে। সারাতোভ অঞ্চলের গভর্নর বলেছেন, অ্যাঙ্গেলস শহরের বাসিন্দারা এখন হুমকিমুক্ত আছেন।

উল্লেখ্য, বিমানঘাঁটিটির অবস্থান ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০০ কিলোমিটার উত্তর-পূর্বে। গত ৫ ডিসেম্বর ওই বিমানঘাঁটি এবং রিয়াজান অঞ্চলের আরও একটি বিমানঘাঁটিতে একই ধরনের হামলা হয়েছিল। তখনো ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে তিনজন নিহত হন। দুটি বিমান হালকা ক্ষতিগ্রস্ত হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply