বল টেম্পারিংয়ের ছবি পোস্ট করে আফ্রিদিকে শুভেচ্ছা জানালেন কানেরিয়া!

|

ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হিসেবে শহীদ আফ্রিদীর নাম ঘোষণার পর তাকে বিচিত্র এক শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার দানিশ কানেরিয়া। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তোলপাড়।

সোমবার (২৫ ডিসেম্বর) টুইটারে এমন ছবি পোস্ট করেছেন কানেরিয়া। অবশ্য, কানেরিয়া জাতীয় দলে আফ্রিদির সাবেক সতীর্থ হলেও আফ্রিদির সাথে এর আগেও বেশ কয়েকবার বিতর্কে জড়িয়েছেন।

ছবিতে দেখা যাচ্ছে, বল টেম্পারিং করছেন আফ্রিদি। ছবিটি শেয়ার দিয়ে ক্যাপশনে ‘প্রধান নির্বাচক’ ও তিনটি হাসির ইমোজি দিয়েছেন কানেরিয়া। ২০১০ সালে অস্ট্রেলিয়ার সাথে টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন এমন কাণ্ড ঘটান পিসিবির নবনিযুক্ত প্রধান নির্বাচক শহিদ আফ্রিদি। পরবর্তীতে ক্ষমা চেয়েও পার পাননি আফ্রিদি। নিষিদ্ধ হন দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য।

সম্প্রতি, রমিজ রাজাকে বরখাস্তের পর রদবদল হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডে। নতুন চেয়ারম্যান প্রধান নির্বাচক হিসেবে আফ্রিদীর নাম ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কাণ্ড ঘটিয়ে বসেন কানেরিয়া।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply