তীব্র ঠাণ্ডা, তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে আবহাওয়ার আরও অবনতি হয়েছে। দেশটিতে তুষারঝড়ে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
খবরে বলা হয়, তুষারঝড়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে নিউইয়র্কে। অঙ্গরাজ্যটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন গভর্নর ক্যাথি হোকুল। সোমবার নিউইয়র্ক সিটিতে মৃত্যু হয় ২৫ জনের। এদিন রাতে আরও ৪০ ইঞ্চি তুষারপাত হয়েছে পশ্চিম অংশে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাফেলো।
এই ভয়াবহ পরিস্থিতিতে জীবনের ঝুঁকিতে রয়েছেন বাসিন্দারা। বম্ব সাইক্লোনের জেরে বন্ধ রয়েছে যাতায়াত ব্যবস্থা। দুর্ঘটনার খবর পেলে কিংবা সাহায্যের আবেদন জানালেও জরুরি বিভাগের গাড়ি পৌঁছাতে পারছে না। ভারমন্ট, ওহাইও, মিসৌরি, উইসকনসিন, কানসাস ও কলোরাডোতেও প্রাণহানির ঘটনা ঘটেছে। পশ্চিমে মন্টানায় এখনো হিমাঙ্কের ৫০ ডিগ্রি সেলসিয়াস নিচে রয়েছে তাপমাত্রা।
এদিকে, উত্তর আমেরিকার বম্ব সাইক্লোনের প্রভাব চলছে কানাডা থেকে মেক্সিকো পর্যন্ত। তীব্র তুষারঝড়ের কবলে কানাডার অন্টারিও ও কুইবেক রাজ্যও।
ইউএইচ/
Leave a reply