মেট্রোরেলের ভাড়া যৌক্তিক: কাদের

|

আগামীকাল বুধবার সকালে উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত মেট্রোরেল। উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত প্রথম ধাপে চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, ভাড়া এমন বিষয় যা কেউ মানে কেউ মানে না। তবে মেট্রোরেলের ভাড়া যৌক্তিক।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে আগারগাঁও স্টেশনে মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আগামীকাল উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত যে অংশের উদ্বোধন হবে সেই অংশে কোনো স্টেশনে না থেমে স্টপেজসহ ১৭ মিনিট এবং স্টপেজ ব্যতীত ১০ মিনিট সময় লাগবে। উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ৬০ টাকা ভাড়া লাগবে বলেও জানান তিনি।

এ সময় ডিএমটিসিএলের এমডি এম এ এন ছিদ্দিক জানিয়েছেন, মেট্রোতে কোনো হাফ ভাড়ার ব্যবস্থা নাই। যে ভাড়া নির্ধারণ করেছে তা সর্বনিম্ন। এর পরেও ভর্তুকি দেবে সরকার।

তিনি আরও জানান, মেট্রোতে এমআরটি কার্ড নিলে ১০ ভাগ ছাড় পাবে। এছাড়া প্রতিবন্ধী ও শিশুরা ভাড়ার ক্ষেত্র ১৫ ভাগ ছাড় পাবেন। আর বীর মুক্তিযোদ্ধাদের জন্য মেট্রোরেলের ভাড়া ফ্রি বলেও জানান তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply