বুরকিনা ফাসোয় স্থলমাইন বিস্ফোরণে নিহত ১০

|

ভয়াবহ বিস্ফোরণে ১০ জনের প্রাণহানি হয়েছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয়। একটি যাত্রীবাহী মিনিবাস মাটিতে পুঁতে রাখা স্থলমাইনের ওপর দিয়ে যাওয়ার সময় ঘটে এ ঘটনা। খবর বিবিসির।

সম্প্রতি পূর্বাঞ্চলে নাইজারের সীমান্তবর্তী এলাকায় ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা। এতে গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। নিখোঁজ হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী।

কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে মাটিতে পুঁতে রাখা ছিল স্থলমাইন। এর উপর মিনিবাস উঠে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। সক্রিয় জঙ্গিগোষ্ঠীগুলো এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে প্রশাসন। আল-কায়েদা ও আইএস’র অনুগতদের দৌরাত্ম্যে ২০১৩ সাল থেকে অস্থিতিশীল বুরকিনা ফাসোর পরিস্থিতি। বিভিন্ন সময় হামলায় প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ। বাস্তুচ্যুত ২০ লাখের বেশি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply