ইন্দোনেশিয়ায় দুদিনের ব্যবধানে আরও ১৮৫ রোহিঙ্গা উদ্ধার

|

ছবি: সংগৃহীত

দু’দিনের ব্যবধানে ইন্দোনেশিয়া উপকূলে উদ্ধার হলেন আরও ১৮৫ রোহিঙ্গা। সোমবার (২৬ ডিসেম্বর) স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করা হয়। খবর আলজাজিরার।

ইন্দোনেশিয়া পুলিশ জানিয়েছে, মৌরা তিগা গ্রামের সমুদ্র উপকূলে ভাসছিলো আশ্রয়প্রার্থীদের কাঠের নৌকাটি। কয়েক সপ্তাহের টানা সমুদ্রযাত্রার কারণে বিকল ছিলো নৌকাটির ইঞ্জিন। পুরুষদের অনেকে সাঁতরে তীরে উঠলেও; আটকা পড়েন নারী ও শিশুরা। স্থানীয় জেলেদের সহায়তায় পরে উপকূলে আনা হয় নৌকাটি।

জানা গেছে, ক্ষুধা-তৃষ্ণা এবং দীর্ঘ সমুদ্রযাত্রার কারণে অনেকেই ছিলেন অসুস্থ। তাদের গ্রামের সমাবেশ কেন্দ্রে রাখা হয়েছে। সেখানেই, সরবরাহ করা হচ্ছে খাবার-পানির মতো মৌলিক সহযোগিতা। আন্দামান সাগরে ভাসতে থাকা ১৯০ রোহিঙ্গাই কী এই দলটির সদস্য কিনা- সেটি খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ এবং অভিবাসন বিভাগের কর্মকর্তারা।

প্রসঙ্গত, রোববার (২৫ ডিসেম্বর) ৫৮ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে আচেহ প্রদেশ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply