৬ বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড

|

ছবি: সংগৃহীত

দীর্ঘ ৬ বছর পর টাইগারদের সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড। আগামী ১ মার্চ থেকে ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দেশের খেলা। ৩ ওয়ানডের পর ৩ টি-টোয়েন্টির সিরিজ অনুষ্ঠিত হবে।

বিসিবি থেকে জানানো হয়েছে ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসবে ইংল্যান্ড। ২৪ ও ২৬ ফেব্রুয়ারি দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে তারা। এরপর প্রথমে ঢাকায় ১ ও ৩ মার্চ অনুষ্ঠিত হবে দুটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। ৬ মার্চ চট্টগ্রামে হবে সিরিজের শেষ ওয়ানডে। দুই দিন বিরতি দিয়ে ৯ মার্চ থেকে চট্টগ্রামেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। অবশ্য শেষ দুই টি-টোয়েন্টি খেলতে আবারও ঢাকায় আসবে দুই দল। ১২ ও ১৪ মার্চ মিরপুরে হবে শেষ দুটি টি-টোয়েন্টি।

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সূচী:

১ম ওডিআই: ১ মার্চ (ঢাকা)

২য় ওডিআই: ৩ মার্চ (ঢাকা)

৩য় ওডিআই: ৬ মার্চ (চট্টগ্রাম)

১ম টি-টোয়েন্টি: ৯ মার্চ (চট্টগ্রাম)

২য় টি-টোয়েন্টি: ১২ মার্চ (ঢাকা)

৩য় টি-টোয়েন্টি: ১৪ মার্চ (ঢাকা)

/এএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply