স্কালোনিই থাকছেন আর্জেন্টিনার দায়িত্বে: এএফএ প্রধান

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার দলের দায়িত্বে লিওনেল স্কালোনিই থাকছেন। এমন আশাবাদ ব্যক্ত করেছেন আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়া। খবর বুয়েনস আইরেস টাইমসের।

সোমবার (২৬ ডিসেম্বর) ক্লদিও তাপিয়া জানান, বিশ্বকাপ জয়ী কোচ স্কালোনিকে আর্জেন্টিনার জাতীয় দলের দায়িত্বে ধরে রাখার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। তাপিয়া বলেন, আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন স্কালোনি, এ ব্যাপারে আমার কোনো সংশয় নেই। আমরা দুইজনই নিজেদের কথা বজায় রাখি। আমরা পরষ্পরের সাথে হাত মিলিয়েছি। তার ইতিবাচক মনোভাবের ব্যাপারেও আমি সংশয়হীন। সে এখন ভ্রমণ করছে। যখন ফিরবে তখন চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করে ফেলবো।

২০১৮ বিশ্বকাপে ভরাডুবির পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে হোর্হে সাম্পাওলির স্থলাভিষিক্ত হন লিওনেল স্কালোনি। বিগত ১৮ মাসের মধ্যে কোপা আমেরিকা এবং বিশ্বকাপ শিরোপা জিতে স্কালোনি হয়ে গেছেন এই স্কোয়াডের অবিচ্ছেদ্য অংশ। চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ। তবে, ৪৪ বছর বয়সী স্কালোনির সাথে চুক্তি নবায়ন করতে চায় এএফএ।

আরও পড়ুন: বিবিসির জরিপে বিংশ শতাব্দীর সেরা কাতার বিশ্বকাপ

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply