সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠু ভোটের পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার দলীয় প্রার্থীদের পক্ষে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আর বিএনপির নেতাকর্মীদের হুমকি-ধমকি ও হয়রানি করা হচ্ছে। ওবায়দুল কাদের সুষ্ঠু নির্বাচন হবে বলে সুষ্ঠু কারচুপির আভাস দিয়েছেন।
আজ সোমবার সকালে নয়াপল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। এসময় রিজভী আরো বলেন, তিন সিটিতে নির্বাচনের আচারণবিধি লঙ্ঘনের হিড়িক চলছে।
চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, দেশের মানুষ আজ উৎকণ্ঠিত। কারা কর্তৃপক্ষ খালেদা জিয়ার অসুস্থতা সম্পর্ক জানতে দিচ্ছে না। তার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে সারাদেশে সমাবেশের কর্মসূচি ঘোষণা করে তিনি। ওইদিন কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনের কার্যালয়ের সামনে বিকাল ৩টায় সমাবেশ করা হবে বলে জানান রিজভী।
এদিকে কোটা সংস্কার ইস্যুতে ছাত্র-শিক্ষকের উপর হামলার কঠোর সমালোচনা করে রিজভী বলেন, আন্দোলনকারীদের দমাতে সরকার ছাত্রলীগকে ব্যবহার করছে।
Leave a reply