দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের আনন্দে উৎসবে মেতেছিলো পুরো ফ্রান্স। রাজধানী প্যারিস হয়ে ওঠে তার কেন্দ্র। রাস্তা নেমে আসেন লাখো মানুষ। পগবা-এমবাপ্পেদের জার্সি গায়ে আর নিজ দেশের পতাকা হাতে উদযাপনে মেতে ওঠা রাজপথ হঠাৎ করে উশৃঙ্খল হয়ে ওঠে। প্যারিসের চ্যাম্পস এলিসি স্কয়ারে সংঘর্ষও বেঁধে যায় দুই দল তরুণের।
এসময় পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেলে স্কয়ারের কয়েকটি বড় দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে।
বিবিসি প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কিছু উদযাপনকারী ভিড়ের মাঝে শক্তিশালী আতশবাজি ফুটাচ্ছেন। এতে অন্যরা ভয়ে দৌড়াদৌড়ি করছে। এক পর্যায়ে পুলিশ গমর পানি ছুঁড়ে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়।
ফ্রান্সের স্থানীয় পত্রিকা দ্য লোকাল জানাচ্ছে, এ ধরনের সংঘর্ষ প্যারিসের বাইরে অন্যান্য শহরেও হয়েছে। এতে ৫০ জনের মতো আহত হয়েছেন। তিনজনের অবস্থা গুরুতর।
এছাড়া দুইজন নিহত হয়েছেন দক্ষিণ ফ্রান্সের শহর এনিসিতে। তাদের একজন উদযাপনের সময় দ্রুতগামী গাড়ি নিয়ে রাস্তার পাশে গাছে ধাক্বা লেগে মারা গেছেন। অন্যজন খেলার শেষ বাঁশি বাজানোর পর উত্তেজনা লাফিয়ে একটি ছোট খালে পড়ে যান। তখন তার গলায় মারাত্মক আঘাত লেগে মারা যান।
প্রসঙ্গত, গতকাল রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে ২য় বারের মতো বিশ্বকাপ ঘরে তুলে ফরাসিরা।
Leave a reply