আফগানিস্তানে পুরুষদের সমান, পূর্ণাঙ্গ এবং অর্থবহ নারী প্রতিনিধিত্ব দেখতে চায় জাতিসংঘ। খবর আলজাজিরার।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) তালেবানের আরোপিত নিষেধাজ্ঞার নিন্দা জানায় নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রের সবাই এ নিন্দা প্রস্তাবে সায় দেয়।
যৌথ বিবৃতিতে জাতিসংঘ জানায়, আফগানিস্তানে মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা ক্ষুন্ন করতেই বন্ধ হচ্ছে নারী শিক্ষা। তাতে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ফাটল আরও বাড়বে। এ নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত হবে মানবিক সহায়তার কার্যক্রমও।
গত শনিবার (২৪ ডিসেম্বর) আফগানিস্তানে কর্মরত দেশি-বিদেশি এনজিওগুলোয় নারীদের কর্মসংস্থান নিষিদ্ধ করে তালেবান। এর মাত্র দু’দিন আগেই ঘোষণা দেয়, অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধের। আর গত বছর ক্ষমতা গ্রহণের পরই আফগানিস্তানের হাইস্কুলগুলোতে মেয়েদের শিক্ষাগ্রহণ বন্ধ করে তালেবান।
/এসএইচ

