Site icon Jamuna Television

আমার হাত কাঁপছিল, মেসির সাথে ম্যাকঅ্যালিস্টারের প্রথম সাক্ষাতের স্মৃতি

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার তার স্মৃতি রোমন্থন করে জানিয়েছেন, মহাতারকা লিওনেল মেসির সাথে তার প্রথম সাক্ষাৎটি কেমন ছিল। এই মিডফিল্ডার জানিয়েছেন, মেসির সাথে করমর্দনের সময় রীতিমত হাত কাঁপছিল তার।

কাতার বিশ্বকাপে চারটি ম্যাচ খেলে দুইটি গোলে সরাসরি যুক্ত ছিলেন ম্যাকঅ্যালিস্টার। সেই সাথে, মাঝমাঠের সাথে রক্ষণ ও আক্রমণভাগের সংযোগ সৃষ্টিতে দারুণ ভূমিকা রাখা বিশ্বকাপ জয়ী দলের এই অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য জানিয়েছেন, তার আইডল হলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসির সাথে যখন প্রথমবারের মতো সাক্ষাৎ ঘটে ম্যাকঅ্যালিস্টারের, তখন তিনি বোকা জুনিয়র্সের খেলোয়াড়।

বর্তমানে ইংলিশ ক্লাব ব্রাইটনের হয়ে খেলা এই মিডফিল্ডার ব্লিচার রিপোর্ট ফুটবলের সাথে আলাপচারিতায় বলেন, আমি প্রচণ্ড নার্ভাস ছিলাম। আমার হাত কাঁপছিল। এমনিতেই কিছুটা লাজুক প্রকৃতির মানুষ আমি। এজন্যই হয়তো বেশি নার্ভাস ছিলাম। কিন্তু কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম, কতোটা নম্র এক মানুষ মেসি! আমি তখন বোকা জুনিয়র্সে খেলি। খুব সম্ভবত স্পেনে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়েছিলাম। যখন গিয়ে পৌছালাম, মেসি তখন রাতের খাবার খাচ্ছিল।

ম্যাকঅ্যালিস্টার আরও বলেন, আমি মেসির টেবিলের দিকে এগিয়ে গেলাম। কম্পনরত হাত বাড়িয়ে বললাম, হ্যালো! রীতিমত ঘামছিলাম তখন। কিন্তু মুহূর্তটি ছিল দারুণ। সে আমার আইডল। আর, মেসিই বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলার।

আরও পড়ুন: জানুয়ারির শুরুতে পিএসজিতে ফিরবেন লিওনেল মেসি

/এম ই

Exit mobile version