নববর্ষ উদযাপন উপলক্ষ্যে ‘গিফট অব লাভ বা ভালোবাসার উপহার’ থিমে সাজানো হলো টাইমস স্কয়ার। যার বড় অংশজুড়ে রয়েছে, ঐতিহ্যবাহী ক্রিস্টাল বল। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।
নববর্ষ উদযাপনে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) টাইমস স্কয়ারের জনপ্রিয় ক্রিস্টাল বলের ১৯২টিকে পরিবর্তন করা হয়েছে ত্রিকোন কাঁচের টুকরায়। প্রত্যেকটি টুকরায় হাতে নকশা ফুটিয়েছেন ওয়াটারফোর্ড গ্লাস কোম্পানির শিল্পীরা। যার মূলে ছিলো মহামারি পরবর্তী ভালোবাসা পৌঁছে দেয়ার চেষ্টা।
টাইমস স্কয়ারের বলটিতে সাধারণত থাকে দু’হাজার ৬৮৮টি ক্রিস্টালের টুকরা। গেলো ৯ বছর যাবৎ বিভিন্ন থিম অনুসারে পাল্টানো হয়েছে সেগুলোর নকশা।
প্রসঙ্গত করোনা সংক্রমণের বিস্তাররোধে ২০২০ সাল থেকে নানা বিধিনিষেধ ছিলো নববর্ষের প্রথম প্রহর উদযাপনে। তবে, এ বছর উঠে যাচ্ছে সব কড়াকড়ি। বিশ্বব্যাপী ১২০ কোটি মানুষ টিভি বা অনলাইনে উপভোগ করেন টাইমস স্কয়ারের নববর্ষ উদযাপন।
/এসএইচ
Leave a reply